সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৯:৪৯ এএম
প্রাকৃতিক কারণে এমন ভোগান্তি নগরবাসী সচরাচর দেখে না। কিন্তু বৃহস্পতিবার রাত ছিল পুরোপুরি অন্যরকম। প্রচণ্ড বৃষ্টিতে নাকাল ঘরমুখো মানুষ। সাথে ছিল দমকা বাতাস। টানা ৬ ঘণ্টা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক সড়ক। পানিতে তলিয়ে থাকা এসব সড়কে মধ্যরাতেও আটকে ছিল শত শত গাড়ি। আর এতে মানুষ পড়ে প্রচণ্ড দুর্ভোগে।
সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে রাজধানীর হাতিরঝিল, ধানমন্ডি-২৭, পান্থপথ, বসন্ধুরা আবাসিক এলাকা, এয়ারপোর্ট রোড, মিরপুর, বনানী, ফার্মগেট, তেজগাঁও, মতিঝিল, কল্যাণপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে ঢাকার বেশিরভাগ রাস্তাঘাট, অলিগলি।
প্রধান সড়কে চলাচল করা ব্যক্তিগত গাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। ইঞ্জিনে পানি ঢুকে অনেক সিএনজি বন্ধ হয়ে গেছে রাস্তাতেই।
খানিক বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল রাত ১১টার দিকে রাজধানীর বেগম রোকেয়া সরণিতে কয়েক শ গাড়ি আটকা পড়ে। এর আধা ঘণ্টা আগেই তলিয়ে যায় গ্রিন রোড এলাকা। রাত সোয়া ১০টার দিকে ওই সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা যায়।
রাত সাড়ে ১০টার দিকে নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমতে দেখা যায়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাসহ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতও হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।