দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কাজী হাবিবুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর এবং সচিব মোঃ জাহাংগীর আলম এবং ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা এই সভায় যোগ দেন।
বৈঠকে নির্বাচনে ঢাকা অঞ্চলের ভোটের আগে পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
এবারের নির্বাচনে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।