জুলাই ২৭, ২০২৫, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে সংঘাতের ঘটনায় শিশুদের গ্রেপ্তারে শিশু আইন সঠিকভাবে মানা হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি শিশু আইনের প্রয়োগে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রথমে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
সংঘর্ষ-পরবর্তী দায়ের করা মামলায় প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে রিট করেন দুই আইনজীবী—উৎপল বিশ্বাস ও আবেদা বুলবুল।
রিটে বলা হয়, শিশুদের গ্রেপ্তারে শিশু আইন, ২০১৩ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। আদালত বিষয়টির প্রাথমিক শুনানি শেষে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।