চুয়াডাঙ্গায় দিনদুপুরে কৃষককে কুপিয়ে হত্যা

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৫:২২ পিএম

চুয়াডাঙ্গায় দিনদুপুরে কৃষককে কুপিয়ে হত্যা

ছবি/সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে নিজ বাড়িতে মনিরুল ইসলাম ফেলা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার বালিহুদা গ্রাম থেকে কিছুদিন আগে মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। তিনি কৃষিকাজের পাশাপাশি কলার ব্যবসা দিনমজুরের কাজ করতেন।

পুলিশ স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার দুপুরে দুর্বৃত্তরা মনিরুলের বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধারের সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান তিনি।

Link copied!