সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই নির্বাচন: সিইসি

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ১২:৪৭ পিএম

সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত বাংলাদেশে জাতীয় নির্বাচন পূর্বের নিয়মেই অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১০টায় খুলনা নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, “সংবিধানে পরিবর্তন না আনলে পূর্বের নিয়ম অনুযায়ীই নির্বাচন হবে। নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে, তখনই ভোটগ্রহণের তারিখ ও মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সূচি জানানো হবে।

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, সে বিষয়ে সিইসি বলেন, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলোনির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করা। দ্বিতীয়ত, ভোটারদের কেন্দ্রমুখী করা। অনেকেই ভোট দিতে না পারায় আগ্রহ হারিয়ে ফেলেছেন, তাদের আবার কেন্দ্রে ফিরিয়ে আনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আমরা যেসব সংস্কারের উদ্যোগ নিচ্ছি, তার মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তির অপব্যবহার। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই না করে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এআই প্রযুক্তির অপব্যবহার করে হুবহু মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য নকল করা হচ্ছে, যা আধুনিক যুগে অস্ত্রের চেয়েও ভয়ংকর। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করছে।

মিডিয়াকে সব ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। জনগণের আস্থা ফেরানো এবং ভোটারদের ফের কেন্দ্রে ফিরিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য।

উক্ত বৈঠকে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!