মাইলস্টোন ট্র্যাজেডি

দুই শিক্ষার্থী ছাড়পত্র পাচ্ছে, বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৩৬ জন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৩:৪১ পিএম

দুই শিক্ষার্থী ছাড়পত্র পাচ্ছে, বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৩৬ জন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীকে আজ ছাড়পত্র দেওয়া হচ্ছে। বর্তমানে ইনস্টিটিউটটিতে ভর্তি রয়েছেন আরও ৩৬ জন রোগীএদের মধ্যে চারজন আশঙ্কাজনক এবং নয়জনের দগ্ধ অবস্থাও গুরুতর। এমন তথ্য জানিয়েছেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. নাসির জানান, “গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আগেই জানিয়েছিলাম যে আজ থেকে রোগীদের ছাড়পত্র দেওয়া শুরু করব। সেই অনুযায়ী আজ দুই শিশুকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। আশা করছি আগামী সপ্তাহে আরও ১০ জন রোগীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া যাবে।

বর্তমানে চিকিৎসাধীন রোগীদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, “চারজন রোগী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং নয়জনের দগ্ধের মাত্রা গুরুতর। রোগীদের চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

চিকিৎসার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “যে ওষুধগুলো চিকিৎসায় দরকার, সেগুলো আগেই মজুত করে রাখা হয়েছে যেন চিকিৎসায় কোনো ব্যাঘাত না ঘটে।

Link copied!