মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ আরও ২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ১১:৫৬ এএম

মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ আরও ২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও দুইজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫।

নিহতদের মধ্যে রয়েছেন স্কুলটির সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের ১৩ বছর বয়সী শিক্ষার্থী জারিফ ফারহান এবং ৩২ বছর বয়সী মাসুমা, যিনি প্রতিষ্ঠানটিতে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ। কিছুক্ষণ পরেই মাসুমার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল এবং শ্বাসনালী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে লাইফ সাপোর্টে ছিল এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অন্যদিকে, মাসুমার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক।

এই দুই মৃত্যুর ফলে দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হলো।

জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায়। জারিফ ছিল তার দুই সন্তানের মধ্যে ছোট। পরিবার নিয়ে তারা ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে বসবাস করতেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এটি দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!