জুলাই ২৬, ২০২৫, ০৫:১৫ পিএম
ইরানের নিরাপত্তা বাহিনী।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকালে এই হামলার ঘটনা ঘটে বলে সরকারি ও স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, ‘জাইশ আল-আদল’ নামের এক সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা প্রথমে আদালত ভবনের দিকে গুলি ছোড়ে এবং পরে আশপাশের সাধারণ জনগণের ওপর নির্বিচারে হামলা চালায়।
একটি ‘বিশ্বস্ত সূত্রের’ বরাতে এজেন্সিটি জানায়, হামলায় কিছু সাধারণ নাগরিক ও তাদের সম্পদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন হামলাকারী নিহত হয়েছে।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবাদানকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভবনটি ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইরানি কর্তৃপক্ষ ইতোমধ্যে হামলার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, জাহেদান শহরটি সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে অতীতেও নানা সময় সহিংসতা ও অস্থিরতার ঘটনা ঘটেছে।