ঘুষের পরিমাণ পাঁচ গুণ বেড়েছে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০২:৩৯ পিএম

ঘুষের পরিমাণ পাঁচ গুণ বেড়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশে ঘুষের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তিনি বলেন, ‘আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ টাকা। তিনি জানান, এক শীর্ষ ব্যবসায়ী সম্প্রতি তাঁকে এই তথ্য জানিয়েছেন।

শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লেখক নিজেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

দেশে সুশাসনের অভাবের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘কোথাও কোনো সুশাসন নেই, জবাবদিহিতা নেই। পুলিশ বাহিনীতেও কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, ‘এই অবস্থার পরিবর্তন রাতারাতি সম্ভব নয়, তবে গণতন্ত্র চর্চা ছাড়া বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দিয়ে চলবে নাঅত্যন্ত দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সংস্কারের পথে যেতে হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত শুল্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশে ভালো কোনো প্রতিষ্ঠান এখন আর নেই বললেই চলে। আইন ভাঙা হচ্ছে, প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে। মানুষগুলো একই রয়ে গেছে, মানসিকতার পরিবর্তন হয়নি। অনেকে বলেন, সবকিছু বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে। কিন্তু সেটা সম্ভব নয়। এখন কাউকে কাজ করাতে হলে কখনো ধমক দিতে হয়, কখনো মাথায় হাত বুলিয়ে বোঝাতে হয়।

তিনি বলেন, ‘সুশাসন নিশ্চিত করা এখন ভীষণ কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর বা সংসদ সদস্যদের ওপর কোনো কার্যকর চেক অ্যান্ড ব্যালান্স নেই। যত সংস্কারই করা হোক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন না এলে কার্যকর ফল আসবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার অপরিহার্য।

Link copied!