ছবি: প্রতীকী
৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এএন-২৪ মডেলের উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ করতে পারছে না এয়ার ট্রাফিক কন্ট্রোল।
রাশিয়ার আঞ্চলিক গভর্নরের বরাতে আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
স্থানীয় জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় পৌঁছানোর সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটিতে ৪০ জন আরোহী ছিলেন।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে উড়োজাহাজটিতে পাঁচজন শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
তিনি বলেছেন, উড়োজাহাজটির খোঁজে প্রয়োজনীয় সকল বাহিনী কাজ করছে।