পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।
এর আগে বিকেলে অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তা দেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেই ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, “বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক নেতারা ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে যাতে আক্রমণের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। সেই সঙ্গে পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি, সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।
সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের নৃশংস ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে অসহযোগ আন্দোলনে ছাত্র-জনতার হামলার শিকার হয় পুলিশ। এহেন পরিস্থিতির মধ্যেই সোমবার বঙ্গভবনে পদত্যাগপত্রে সই করে ভারতের উদ্দেশে যাত্রা করেন। এরপর বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।