বিজ্ঞাপন ও শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৪, ০৮:২১ পিএম

বিজ্ঞাপন ও শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

সংবাদপত্রসহ যেকোনও প্রচারমাধ্যমে প্রচার হওয়া বিজ্ঞাপন ও শুভেচ্ছা বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তা নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন বা অন্য কোনও প্রচারণায় ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো। অর্থাৎ যেকোনও বিজ্ঞাপন বা শুভেচ্ছা বার্তায় এখন থেকে দেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না।

গতকাল বৃহস্পতিবার রাতে নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ করেছে তাদের আইনি বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীদের বিচার হবে।

তিনি আরও বলেন, “আজ সব প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে দ্বিতীয় এই স্বাধীনতাকে উপভোগ করবেন। তারা দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী ও জগদ্বাসীকে উপভোগের সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে নির্ভয়ে আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করছি।”

বৃহস্পতিবার বিশিষ্ট এই সমাজসেবককে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টার নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত সোয়া নয়টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান। এরপর নয়টা ২১ ‍মিনিটে অন্যান্য উপদেষ্টাদের শপথ পাঠ করানো হয়।

Link copied!