জুলাই ৯, ২০২৫, ১০:০৩ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
বুধবার রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য লজিস্টিক প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নির্বাচনের আরও কিছু প্রস্তুতিমূলক বিষয় তুলে ধরেন।
আসন্ন সংসদ নির্বাচন নিয়ে অগ্রগতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনকে কেন্দ্র করে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত হবে। এসব নিয়োগ ও প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হতে পারে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
এজন্য প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশনা দিয়েছেন, যাতে জনশৃঙ্খলা বজায় থাকে।