জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন, বাতিল হল ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২৫, ০১:৪৯ পিএম

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন, বাতিল হল ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে ইন্টারনেট ব্ল্যাকআউটের যে কর্মসূচি নেওয়া হয়েছিল, তা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বৃহস্পতিবার ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ জুন ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ নামে ১ জুলাই থেকে ৫ আগস্ট অনুষ্ঠেয় কর্মসূচি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তাতে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে ১৮ জুলাই এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি রাখা হয়েছিল।

মোস্তফা সরয়ার ফারুকী ফেইসবুকে লিখেছেন, “জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিলো। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে।

“আমরা অনেকেই একমত ছিলাম ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাক আউট’ গ্রেট আইডিয়া না সম্ভবত। পরে আবার নানা আলোচনায় এটা ঢুকে পড়ে কর্মসূচিতে। অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এরকম দুয়েকটা ভুল চোখের আড়ালে থেকে যায়।”

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনলাইন ফ্রিল্যান্সারসহ বিভিন্ন পেশাজীবীরা। সমালোচনার মুখে এ কর্মসূচি এখন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফারুকী বলেন, “আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না।”

এর বাইরে অন্য সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে বলে জানান তিনি।

Link copied!