সাধারণ নারী থেকে দলের নেতৃত্ব দেওয়া, বঙ্গমাতার সবচেয়ে বড় গুণ: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৩, ১১:৪০ পিএম

সাধারণ নারী থেকে দলের নেতৃত্ব দেওয়া, বঙ্গমাতার সবচেয়ে বড় গুণ: দীপু মনি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, ৬ দফার সময় যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, সেই সময়   বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব কিভাবে দল চালিয়েছেন, নেতা-কর্মীদের পাশে ছিলেন তা সত্যিই অভিভূত হতে হয়। একজন সাধারণ নারী থেকে আওয়ামী লীগের মতো এত বড় একটি সংগঠনের নেতা-কর্মীদের সকল ক্ষেত্রে একত্রিত রাখা সত্যিই তাঁর নেতৃত্বের সবচেয়ে বড় গুণ।

মঙ্গলবার (৮ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে “প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী” শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দীর্ঘ পথপরিক্রমায় থেকে থেকে জাতির পিতা হওয়ার পিছনে যে মানুষটির সবচেয়ে বেশি অবদান তিনি হলেন বঙ্গমাতা।

তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু যেভাবে দেশকে ভালবেসেছিলেন, বঙ্গমাতা বঙ্গবন্ধুকে ভালবেসে দেশকে সে ভাবেই ভালবেসেছিলেন। আমরা বঙ্গমাতার কাছ থেকে শিখতে পারি কিভাবে আদর্শগতভাবে সৎ থাকতে হয়, কিভাবে করুন দুঃসময়ে অবিচল থেকে মোকাবিলা করতে হয়।

এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. মুক্তা আক্তার।

Link copied!