কম বিরতিতে চলছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৩:৫৫ এএম

কম বিরতিতে চলছে মেট্রোরেল

মেট্রোরেল। ফাইল ছবি

পিক আওয়ারে মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট করা হয়েছে। এই নিয়মেই আজ থেকে চলছে মেট্রোরেল।

শনিবার সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, ৮ মিনিট পর পর আসছে মেট্রোরেল।

এরআগে, বৃহস্পতিবার বিকেলে মেট্রোরেলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেন, ‘যাত্রী চাহিদা বাড়ায় অফিস টাইমে  পিক আওয়ার, স্পেশাল অফপিক ও অফপিক আওয়ার-এই তিন ধাপে সময় ভাগ করে ট্রেন চলাচল করবে। এতে শনিবার থেকে পিক আওয়ারে ৮ মিনিট, স্পেশাল আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২মিনিট  পরপর ট্রেন পাওয়া যাবে।’

এদিকে মতিঝিল থেকে  উত্তরা উত্তরগামী মেট্রো রেলটি প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে এবং ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর চলাচল করবে। এরপর অফিস সময়ে ৮টা থেকে ১২টা ৮ পর্যন্ত ৮ মিনিট পরপর চলবে। অফ পিক আওয়ারে ১২টা ৯ থেকে ৩টা ৫২ মিনিট পর্যন্ত ১২ মিনিট পরপর মেট্রো রেল চলবে। পরে বিকালে আবার ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

Link copied!