বেসামরিক পোশাকে তল্লাশি-চাঁদাবাজি করে না সেনাবাহিনী: আইএসপিআর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৪, ০৪:৫৮ পিএম

বেসামরিক পোশাকে তল্লাশি-চাঁদাবাজি করে না সেনাবাহিনী: আইএসপিআর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

সেনাবাহিনী কখনও বেসামরিক পোশাকে এবং পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া তল্লাশি চালায় না ও ফোনকলের মাধ্যমেও চাঁদাবাজি করে না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ সময় প্রতারিত না হয়ে জনসাধারণকে সতর্ক থাকার জন্যও অনুরোধ করা হয়।

বুধবার (২১ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় তারা।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি ও করপোরেট অফিস, বাসাবাড়ি, শপিং মল ও দোকানে তল্লাশি চালাচ্ছে এক শ্রেণির স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী। সেই সঙ্গে ফোন কলে সেনাবাহিনীর নাম ব্যবহার করেও চাঁদাবাজির অভিযোগও আসছে। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই বেসামরিক পোশাকে বা পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া কখনও তল্লাশি চালায় না। এরই পরিপক্ষিতে প্রতারিত না হয়ে জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।

Link copied!