স্বতন্ত্র প্রার্থী হলেও পদত্যাগ করতে হবে না এমপিদের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২৩, ০৭:০৮ এএম

স্বতন্ত্র প্রার্থী হলেও পদত্যাগ করতে হবে না এমপিদের

নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক- সংসদ সদস্য পদে থেকেই স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করতে  সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে না। সেই সাথে ঐ প্রার্থীর ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করারও প্রয়োজন হবে না। 

বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

যা বলা হয় বিজ্ঞপ্তিতে

বিভিন্ন গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে যে, কোন দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে নিম্নোক্ত শর্তসমূহ পরিপালন করতে হবে মর্মে উল্লেখ রয়েছে।

“সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সহিত সংযুক্ত করিতে হইবে। তবে কোন স্বতন্ত্র প্রার্থী ইতোপূর্বে জাতীয় সংসদের কোন নির্বাচনে সদস্য নির্বাচিত হইয়া থাকিলে উক্ত তালিকা প্রদানের প্রয়োজন হইবে না।”

সেক্ষেত্রে দলীয় সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে না। দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক- সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।

কমিশন বলেছিল ভিন্ন কথা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে রাজশাহীতে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, মনোনয়নবঞ্চিত দলীয় এমপিরা স্বতন্ত্র প্রার্থী হলে আগে পদত্যাগ করতে হবে। তা না হলে তাদের মনোনয়ন বাতিল করা হবে। শুধু এমপি নয়, যেকোনো চাকরীজীবী বা উপদেষ্টা, যারা সরকারি বেতন, সম্মানী বা ভাতা নিয়ে থাকেন, তারাও নির্বাচন করতে চাইলে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে এবং অনাপত্তিপত্র (এনওসি) দিতে হবে।

Link copied!