নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২৩, ১০:৪৪ এএম

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি

সোমবার থেকে শুরু হচ্ছে কর্মশালা। ছবি : দ্য রিপোর্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত অনুসন্ধান কমিটি (ইলেকটোরাল এনকোয়ারি কমিটি) এখনো পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব মাহবুবুর রহমান সরকার। 

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসির যুগ্মসচিব বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব অনিয়মের তদন্ত করতে জুডিশিয়াল কর্মকর্তাদের নেতৃত্বে ৩০০ আসনেই অনুসন্ধার কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান কমিটি কাজ শুরু করেছে।

তিনি জানান, কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে তদন্ত করে ৩ দিনের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করবেন তারা। তবে এখন (শনিবার) পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পায়নি ইলেকটোরাল কমিটি।

সোমবার (২৭ নভেম্বর) থেকে ইসিতে কর্মশালা শুরু হবে বলেও জানান মাহবুবুর রহমান সরকার। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর; প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

Link copied!