সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে অপসাংবাদিকতা: তথ্য প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৪, ০৪:০৮ পিএম

সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে অপসাংবাদিকতা: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

অপসাংবাদিকতা সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

শনিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, “মফস্বলে সাংবাদিকতা একটু কঠিন। ঢাকায় অনেক ধরনের প্রোটেকশন পাওয়া যায়, এতে আমিও একমত। কঠিনটা যাতে সহজ করা হয় সেটারও পদক্ষেপ আমরা নেবো।”

এই অপসাংবাদিকতার চর্চা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “পেশাদার সাংবাদিকরা বলছেন, এখানে একটা শৃঙ্খলা আনা দরকার। প্রতিটি সাংবাদিক ফোরাম ও সংগঠন যেগুলো আছে তারা বলছেন, সাংবাদিকতায় ন্যূনতম একটা কোয়ালিফিকেশন থাকা দরকার। সব প্রফেশনে আছে, সাংবাদিকতায় থাকবে না কেন।”

আলী আরাফাত আরও বলেন, “সম্প্রতি আমাদের দেশে যতগুলো প্রতিষ্ঠিত গণমাধ্যম রয়েছে তাদের অনলাইন পোর্টালের একটা তালিকা চেয়েছি। একই সঙ্গে আলাদাভাবে শুধু অনলাইন নিউজ পোর্টাল যেগুলো আছে, তাদেরও একটা তালিকা চেয়েছি। এর বাইরেও যে অনলাইন পোর্টালগুলো মন্ত্রণালয়ে আবেদন করেছে, তার মধ্যে যেগুলো অনুমোদন পেয়েছে এবং যেগুলো বাকি রয়েছে, সবগুলোর তালিকা চেয়েছি।”

সাংবাদিকতায় নিয়ন্ত্রণ ও রেগুলেশনে আমরা বিশ্বাস করি না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “অপসাংবাদিকতার মাধ্যমে অপপ্রচার চালানো হয়। যার বদনামটা এসে পড়ে পেশাদার সাংবাদিকদের ওপরে। এসব বন্ধ করে দিতে হবে। আমি বলেছি, তালিকাগুলো আমার মন্ত্রণালয়ে পাঠালে আমি বিটিআরসিকে দিয়ে বাকি সব বন্ধ করে দেব।” 

Link copied!