আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এই সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়, যেখানে পারদ উঠেছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে, শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের মংলায়, যেখানে ৯৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে মধ্যপ্রদেশ, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে, যা বৃষ্টিপাত আরও বাড়াতে পারে।