ছবি: সংগৃহীত
রমজান মাস উপলক্ষে ‘পবিত্রতা’ রক্ষার নামে বাংলাদেশে নানা স্থানে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে, দিনে খাবারের দোকান খোলা রাখা নিষেধ করা হয়েছে। আর রোজা না রাখায় প্রকাশ্যে অপমানিত হতে হয়েছে অনেককে।
লক্ষ্মীপুর শহরের একটি পর্দা লাগানো দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন, তখন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে প্রবেশ করেন। আহাররত কয়েকজন বৃদ্ধ ও যুবককে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় কান ধরে ওঠবস করান।
বুধবার, ১২ মার্চ দুপুরে শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি, কিন্তু আব্দুল আজিজ তাকে তিরস্কার করে বলেন, “বেয়াদব, মুখের মধ্যে দাঁড়ি, মৃত্যুর ভয় নাই? কেন রোজা রাখেন না?” এরপর তাকে জোর করে কান ধরে ওঠবস করানো হয়।
আর আগে রমজান মাসে দিনের বেলায় খাবারের দোকান খোলা রাখা যাবে না বলে মাদারীপুরের শিবচরে কড়া নির্দেশ দিয়েছেন হাজী শরীয়তুল্লাহ সমাজকল্যাণ পরিষদের প্রতিনিধি পীরজাদা হানজালা।
তিনি ভিডিও বার্তায় বলেন, “এটা বাংলাদেশ, ভারত নয়। রমজানের হেফাজত করা মুসলমানদের ইমানি দায়িত্ব। দোকান খোলা রাখলে আমরা তা বন্ধ করতে বাধ্য হবো।” তিনি নারীদের ‘বেপর্দায়’ চলাফেরা না করারও নির্দেশ দেন।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী রোজার সময় সব হোটেল, রেস্তোরাঁ ও সিনেমা হল বন্ধ রাখার দাবি জানিয়েছে। তারা অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করার আহ্বান জানিয়ে মিছিল করেছে।
এই কঠোর নিষেধাজ্ঞার কারণে অসুস্থ ব্যক্তি, শিশু ও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য চরম দুর্ভোগ তৈরি হয়েছে। ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। তবে প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র সমালোচনা চলছে। অনেকেই বলছেন, ধর্মীয় বিধান ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, এটি জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়।