স্ট্রিট আর্টে পাল্টে গেছে মহাখালী ফ্লাইওভার

সম্পা আক্তার

জানুয়ারি ৩১, ২০২৪, ০৪:৫৫ পিএম

স্ট্রিট আর্টে পাল্টে গেছে মহাখালী ফ্লাইওভার

দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এমন চিত্রকর্ম আঁকা হয়েছে। সংগৃহীত ছবি

একলা হয়ে দাঁড়িয়ে আছি
তোমার জন্য গলির কোণে
ভাবি আমার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।

নগর জীবনের নান্দনিক স্থাপত্য বিজ্ঞাপনে ঢাকা পড়ে যায় বলেই কবি শঙ্খ ঘোষ হয়তো এই কবিতাটি লিখেছিলেন।

তবে এবার এর সচেতনতা সৃষ্টিতে যুক্ত হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

প্রথমবারের মতো মহাখালী ফ্লাইওভারের নানা রকম পোস্টার আর বিজ্ঞাপনে ছেয়ে যাওয়া সাদা-কালো দেয়াল এখন সেজেছে রঙিন রূপে। যা আসলেই দৃষ্টিনন্দন হয়ে ওঠেছে সাধারণ মানুষের চোখে। মাথার ওপর এত রঙের ছড়াছড়ি যেন উৎসবের আমেজ।

এ প্রকল্পের একজন চিত্রশিল্পী রাসেল রানা জানান, গ্রাম বাংলা এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে প্রথমবারের মতো এমন চিত্রকর্ম আঁকা হয়েছে। বাংলা ভাষা, গ্রাম্য মেলার টেপা পুতুল, পাখি, বাউলসহ নানা আলপনা ঠাঁই পেয়েছে এই ফ্লাইওভারে।

এছাড়া, ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করা মানুষজনের মাঝে সচেতনতা বাড়াতে শিল্পীরা দিয়েছেন নানারকম বার্তা। সব মিলিয়ে ফ্লাইওভারটি যেন প্রাণ ফিরে পেয়েছে।

রাজধানী ঢাকার সৌন্দর্য বৃদ্ধি ও দৃশ্যদূষণ বন্ধে শহরের প্রতিটি রাস্তায় এমন চিত্রকর্মের বিকল্প নেই। 

তবে কতদিন এটি এমন রঙিন পরিচ্ছন্ন থাকবে তা নিয়ে চিন্তিত অনেকেই। 

Link copied!