নভেম্বর ২৩, ২০২৩, ০৭:২১ এএম
নির্বাচন কমিশনের দুর্বলতা মূলত ক্ষমতাসীন দলগুলোর স্বদিচ্ছার অভাবে হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী এ কথা বলেন।
এছাড়া বিএনপিকে অবশ্যই নির্বাচনে আসা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসলে যত ভালো বা নিরপেক্ষ নির্বাচন হোক না কেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না। পুন:তফসিল করে আরও আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজন।
আওয়ামী লীগের মহাজোট থেকে তাদের বের করে দেয়া হয়েছে কি না এমন প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশে ইসলামী দলগুলোর সম্পৃক্ততা ছাড়া রাজনীতি হয় না। তাই মহাজোটের কে কি বলল সেটার পরিপ্রেক্ষিতে আমাদের কোন প্রভাব পড়েনি।
এদিকে কমিশনের আর পিও এর কারণে নিবন্ধন না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ১/১১-এর পরবর্তী নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে প্রকৃত রাজনীতিবিদ এবং এই বড় ২টি রাজনৈতিক দলের বাহিরে রাজনীতির চর্চা কঠিন করে দিয়েছে। পরবর্তী নির্বাচন কমিশন প্রকৃত দেশপ্রেমিক ছোট রাজনৈতিক দলগুলোর রাজনীতি কঠিন করে ফেলেছে।
এই সুযোগে মাফিয়া ব্যবসায়ী, দুর্নীতিবাজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। অজানা অজ্ঞাত ব্যক্তিরা নতুন দল গঠন করে রাতারাতি রাজনৈতিক দল গঠন করে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়ে অন্য দিকে সহায়-সম্বল বিসর্জন দিয়ে জীবনের বড় একটি সময় ধরে মানুষের পাশে দাড়িয়ে রাজনীতি করেছেন, সেই রাজনৈতিক দলগুলোকে রহস্যময় কারণে নানান উছিলায় নির্বাচন কমিশন নিবন্ধন দেয় নাই, যে কারণে গত ১৫ বছর এই ত্যাগী রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নাই। আমরা মনে করি বিএনপির অবশ্যই নির্বাচনে আসা উচিত। বিএনপি নির্বাচনে না আসলে যত ভালো বা নিরপেক্ষ নির্বাচন হোক না কেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না।
বাংলাদেশ ইসলামী ঐক্য জোট আগের জোটের প্রতীকে নির্বাচন করবে না উল্লেখ করে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আগের জোটের নির্বাচনের প্রতীক একতারা। ইসলামী দল হিসেবে আমরা এই প্রতীকে নির্বাচন করব না। প্রতীক নিয়ে পরে ভেবে জানাবো।