মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না, বিএনপি ছাড়া কি নির্বাচন উত্তর দিলেন না সচিব

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২৩, ১০:৫৭ এএম

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না, বিএনপি ছাড়া কি নির্বাচন উত্তর দিলেন না সচিব

কোন দল থেকে কতজন মনোনয়ন নিয়েছে তা আগামীকাল জানা যাবে। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুসারে আজ নভেম্বরের ৩০ তারিখ বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এই সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। তাই এটি বর্ধিত করার কোন সুযোগ নেই।  বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম এ কথা বলেন। এদিকে বিএনপি ছাড়াই ভোট হচ্ছে কিনা- এ প্রশ্নে ইসি সচিব বলেন, সেটা আপনারাই বুঝেন।  

ইসি সচিব আরও বলেন, সকালের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, স্বররাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সচিব কমিশন বোর্ডের সাথে সাক্ষাৎ করেছে। তারা নিজ নিজ দপ্তরের বিষয়ে অবহিত করেছেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। বিশেষ করে কোনো ধরনের হুমকি বা ঝুঁকি নেই বলে আইজিপি উল্লেখ করেছেন। 

জনপ্রশাসন সিনিয়র সচিব কমিশনরে সাথে মতবিনিময় করেছেন। প্রশাসনের প্রতি কোন দিক নির্দেশনা ও কোন কার্যকলাপ আছে কিনা সে বিষয়ে তিনি পরামর্শ চেয়েছেন। কমিশন বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন।

এদিকে পদপ্রার্থীরা যাদের কর্মকাণ্ডে মনে হয়েছে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, তাদের নির্বাচন অনুসন্ধান কমিটি অনেককে ব্যখ্যা ও তলব করেছে। বিশেষ ক্ষেত্রে রিটার্নিং অফিসার যদি মনে করেন আচরণবিধি সঠিকভাবে পালন হচ্ছেনা তারাও ব্যবস্থা নিচ্ছে। 

তবে তফসিল অনুসারে মনোনয়পত্র দাখিলের শেষ সময় হওয়ায় বিএনপি ছাড়া ভোট হচ্ছে কিনা এমন প্রশ্নে জাহাংগীর আলম বলেন এটা আপনারাই বুঝেন।

 

Link copied!