লাগামহীনভাবে বাড়ছে দ্রব্যমূল্য, দিশেহারা মানুষ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৬, ২০২৪, ১০:৩৫ এএম

লাগামহীনভাবে বাড়ছে দ্রব্যমূল্য, দিশেহারা মানুষ

জনপ্রিয় রেডিও জকি ও স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিরব সম্প্রতি নিজের ফেসবুকের রিলে দেখিয়েছেন, তিনি একটি টমেটো ৪০ টাকা, একটি গাজর ৩০ এবং একটি শসা কিনেছেন ১০ টাকা দিয়ে।

৮০ টাকার বাজার দেখিয়ে ওই জকি মন্তব্য করেন, ‘হয় মাইরা ফেলেন ভাই, না হয় জিনিসপত্রের দাম কমান। সহ্য হচ্ছে না। বিশ্বাস করেন, আর উপায় নাই।’

দেশের লাগামহীন নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের হাহাকার আর অসহনীয় অবস্থার চিত্র ফুটে উঠছে এই রেডিও জকির ভাষায়।

নিয়ন্ত্রণহীন পণ্যের বাজারে পাগলা ঘোড়ার মতো বাড়ছে চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ সহ প্রায় সব ধরনের পণ্যের দাম। কোনো কোনো পণ্যের দাম এতোটাই বেড়েছে যে, তা এখন এখন ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার দশা।

বুধবার সুপারশপ স্বপ্নে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, টমেটো ২৯০ টাকা, বেগুন ১৮০ থেকে ২০০, করোলা ১৪০, ঢেড়স ১১০ এবং পটল ১০০ টাকা করে।

একআঁটি পুঁইশাক ৫০ টাকা এবং লালশাকের আঁটি ৩৫ টাকা। একটা চালকুমড়া বিক্রি হচ্ছে ১১০ টাকা করে।

এক থেকে দেড় মাসের ব্যবধানে এসব সবজির দাম হুহু করে বেড়েছে। একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলছেন, ৫০০ টাকা পকেটে নিয়ে বাজারে গেলে, এখন এক ঠোঙা সবজিও কেনা যায় না।

গেলো এক সপ্তাহের ব্যবধানে ১২টি নিত্যপণ্যের দাম আবার বেড়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থা টিসিবি। এসব পণ্যের মধ্যে রয়েছে- চাল, আটা, পেঁয়াজ, সয়াবিন তেল, পাম তেল, চালের কুঁড়ার তেল বা রাইস ব্র্যান অয়েল, আলু, ছোলা, পেঁয়াজ, রসুন, জিরা, দারুচিনি, ধনে, গরুর মাংস ও ডিম।

ডিমের বাজারের অরাজকতা এখন ওপেন সিক্রেট। ডিমের দাম বাড়িয়ে ২০ দিনেই ২৮০ কোটি টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে। প্রতি ডজন ডিম ডাবল সেঞ্চুরি করে ফেলে।

মঙ্গলবারই ডিমের দাম বেঁধে দিয়েছে সরকার। প্রতিটি ডিম ১২ টাকা অর্থাৎ ১৪৪ টাকা ডজন বিক্রি হওয়ার কথা। সুপারশপে এই দামে বিক্রি হলেও খুচরা বাজারগুলোতে এর প্রভাব দেখা যায়নি। রাজধানীর হাতিরপুল বাজারে ১৬০ টাকার কমে এক ডজন ডিম পাওয়া যাচ্ছে না।  

ডিমের দাম কমাতে অভিযান শুরুর পর দোকানপাট ও আড়ত বন্ধ রেখে বেশ কয়েকজন ব্যবসায়ী পালিয়ে গেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। আর এর ফলে সরবরাহ সংকট তৈরি হয়ে বাজার আরো টালমাটাল হয়ে পড়েছে।

নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সব পণ্যের উচ্চ দামের আগুনে ঝলসে যাচ্ছে মানুষেরা। নিম্ন আয়ের মানুষদের মোটা চালের দাম আগস্ট মাসের শেষের দিক থেকেই বাড়তে শুরু করে। প্রতি কেজি মোটা চালের দাম পাঁচ থেকে নাত টাকা পর্যন্ত বেড়ে যায়।

আরও পড়ুন: Big Poultry Producers Flourish as Egg and Chicken Sales Surge

পাকিস্তান, চীন, মিয়ানমার, তুরস্ক থেকে আমদানি করেও কমানো যায়নি পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। রসনের কেজি আড়াইশো টাকার ঘরে। অন্যান্য সব মশলার দাও বেড়ে চলেছে। আদা, জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচসহ সব ধরনের মশলার দাম ঊর্ধ্বমুখী।

প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকা কেজিতে। এক মাস আগে ছিলো ১৭০ থেকে ১৯০ টাকা। বেড়েছে সব ধরনের তেল, আটা, চিনি, গুঁড়ো দুধসহ অন্যান্য পণ্যের দামও।

Link copied!