বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে গণসংযোগ শুরু করেছেন তিনি।
গণসংযোগকালে হিরো আলম বলেন, উপনির্বাচনে যেমন সাড়া পেয়েছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারদের কাছে আরেকবার সুযোগ চেয়েছি, তারাও সুযোগ দিতে চেয়েছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তা হলে আমি শতভাগ জয়ী হবো। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে, ভোটাররা যদি কেন্দ্রে যেতে পারে, তা হলে আমি জয়ী হব। ১০০ পার্সেন্ট পাস করবো, আশা রাখছি।
তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে কেবল নেমেছি, অব্যশই চমক থাকবে। মার্কা বা দল কোনো ফ্যাক্টর নয়, ভোট হয় ব্যক্তি দেখে। আমাকে জনগণ পছন্দ করে তাই ডাব মার্কায় ভোট দেবে। তবে এবারও নৌকা প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান তিনি।