ডিসেম্বর ২৯, ২০২২, ০৮:৫৯ পিএম
আরও এক বছর পিছিয়ে ২০২৪ সালের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। এই প্লান্টে নিউক্লিয়ার পাওয়ার দেওয়া হবে। প্রথম ইউনিটের কাজ প্রায় ৮৭ ভাগ শেষ করা হয়েছে। এটা শেষ হলে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে। রাশিয়ানরা নিজেদের গতিতে কাজ এগিয়ে নিচ্ছেন।
প্রতিমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে উন্নত ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালুর মাধ্যমে সেই স্বপ্ন আরও এক ধাপ পূরণ হবে।
বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেক প্রকৌশলী এই খাতে কাজ করার সুযোগ পেয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন, পাওয়ার প্ল্যান্টের কাজে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। কয়েকশ ছেলেমেয়ে এখানে কাজ করার সুযোগ পাচ্ছে। প্রকৌশলীরা রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন।