আরাভ খানের ভারতীয় পাসপোর্ট বাতিলের উদ্যোগ শুরু করেছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৩, ০২:০৬ পিএম

আরাভ খানের ভারতীয় পাসপোর্ট বাতিলের উদ্যোগ শুরু করেছে বাংলাদেশ

বাংলাদেশে পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ভারতীয় পাসপোর্ট বাতিল করতে দেশটির সাথে কূটনৈতিক পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে সরকার। শিগগিরই যাতে তাঁর পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া ভারত সরকার শুরু করে, সে চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য ঢাকার ভারতীয় হাইকমিশনকে চিঠি দেবে মন্ত্রণালয়। এই চিঠির ভাষা ও বিষয়বস্তু এর‌মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলও রবিউল ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।

মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশের নাগরিক রবিউল ইসলাম পালিয়ে ভারতে গিয়ে নাম পাল্টে সে দেশের পাসপোর্ট কীভাবে পেল, সেটি ঢাকার ভারতীয় হাইকমিশনকে অনানুষ্ঠানিক আলোচনায় জানানো হয়েছে।

ভারতকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এই আলোচনায় বাংলাদেশকে জানানো হয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আরাভের পাসপোর্ট পাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে। একই সাথে তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিলের কার্যক্রমও শুরু হয়েছে।

জানা গেছে, আরাভ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রতিক সময়ে যেসব বক্তব্য দিয়েছেন, তা পর্যালোচনা করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। এ ছাড়া আরাভ ভারতের যে ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট নিয়েছেন এবং যে কার্যালয় থেকে পাসপোর্ট নিয়েছেন, সে বিষয়েও তারা খোঁজখবর নিচ্ছে। আশা করা যায়, শিগগিরই আরাভ খানের ভারতীয় পাসপোর্ট বাতিলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের কলকাতার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আরাভের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে ঢাকা থেকে জানতে চাওয়া হলে ওই কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত বছরের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন বাংলাদেশে বিপুল আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার। তখন জানা যায়, পি কে হালদার নিজেকে শিবশংকর হালদার পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড, ভারতের ভোটার পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র, নাগরিকত্বের পরিচয়পত্র জোগাড় করে বসবাস করছিলেন।

প্রসঙ্গত, নিহত মামুন ইমরান খান ছিলেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন পরিদর্শক। ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের কালীগঞ্জের উলুখোলার এক জঙ্গলে থেকে মামুন ইমরান খানের পোড়া লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার পলাতক আসামী রবিউল ইসলাম ওরফে আরাভ খান। 

Link copied!