ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৯:০৪ পিএম
বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধে আনা রিটের পরবর্তী শুনানির দিন আগামী বুধবার ধার্য করেছেন আদালত। এদিন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করবেন বলে আদালত সূত্র জানান।
সোমবার রিটের গ্রহণযোগ্যতার ওপর শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে ছয়জন বিশিষ্ট আইনজীবী অংশ নিয়েছেন। সেসময় অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম বলেছেন, ‘ঘণ্টাব্যাপী একটি প্রতিবেদন সম্প্রচার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে। কিন্তু প্রতিবেদনে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারলেন না।’
এছাড়া আদালতে এই রিটটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন এ প্রবীণ আইনজীবী।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে আরও পাঁচ বিশিষ্ট আইনজীবীর মতামত নিয়েছেন আদালত।
অ্যামিকাস কিউরির বক্তব্যে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও সাবেক এটর্নি জেনারেল ফিদা এম কামালও রিট গ্রহণযোগ্য নয় বলে মত দেন।
এরপর শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে আরও তিন আইনজীবী আব্দুল মতিন খসরু, আইনজীবী প্রবীর নিয়োগী ও ড. শাহদীন মালিকও তাদের নিজ নিজ মতামত ও যুক্তি আদালতের কাছে তুলে ধরেন।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের গ্রহণযোগ্যতাসহ পাঁচটি বিষয়ে মতামত দিতে গত ১০ ফেব্রুয়ারি অ্যামিকাস কিউরি হিসেবে ছয়জন আইনজীবীর নাম ঘোষণা করেন হাইকোর্ট।