ই কমার্স নিয়ে কোন সরকারি প্রতিষ্ঠান দায় স্বীকার করছে না। অথচ এই ই কমার্সের প্রতিষ্ঠানগুলো সব নিয়ম নীতি মেনেই ব্যবসা শুরু করেছিল। কিন্তু যখন তারা প্রতারণা করা শুরু করে তখন সরকারি প্রতিষ্ঠানগুলো সব এড়িয়ে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরী জন- গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), কমিটি পুনর্গঠন এবং আইন- প্রণয়ন কার্যাবলীতে চাপাইনবাবগঞ্জের ৩ আসনের সাংসদ হারুনুর রশীদ এ কথা বলেন।
গ্রাহকদের অত্যাচারও করা হচ্ছেে
ই কমার্সের অর্থ ফেরত চাইতে গেলে গ্রাহকের টর্চার সেলে নিয়েও নির্যাতন করছে বলে জানান এই সাংসদ। তিনি বলেন, এই সব প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করেছে। বিভিন্ন মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করছে। তখন কোন সরকারি প্রতিষ্ঠান হস্তক্ষেপ করেনি। কিন্তু যখন এরা প্রতারণা শুরু করে তখন বাণিজ্য মন্ত্রণালয় বলছে এর দায় তাদের না, অর্থ মন্ত্রণালয় বলছে তাদেরও দায় না।
তিনি আরও বলেন, অর্থমন্ত্রী যদি যথাযথ তথ্যের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করতো তাহলে সকলেল জন্য সুবিধা হত।