ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ ৫ মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৫:৫৫ পিএম

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ ৫ মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন রোগী।

বৃহস্পতিবার, ২১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং রাজশাহী বিভাগে মারা যান ২ জন। 

এর আক্রান্তের হারে এগিয়ে ঢাকা বিভাগ। ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগে এদিন আক্রান্ত হন ১৫৪ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় ৩১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ২৬ হাজার ৩৭৯ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আর, চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৭৮২ জন। তার মধ্যে ৬৬ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৩ দশমিক ৪ শতাংশ নারী।

Link copied!