অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, রাজস্ব ব্যবস্থাপনায় কর্মকর্তারাই থাকছেন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৬:৩৬ পিএম

অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, রাজস্ব ব্যবস্থাপনায় কর্মকর্তারাই থাকছেন

ছবি: সংগৃহীত

রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে এনবিআর কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রেখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার, ২১ আগস্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে যে দুটি বিভাগ করা হচ্ছে, সেখানে রাজস্ব নীতি বিভাগের প্রধান বা সচিব হিসেবে যেকোনো ক্যাডারের কর্মকর্তারা নিয়োগ পাবেন। এক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব নিয়োগ হবে কাস্টমস ক্যাডার থেকে। এর আগে চলতি বছরের ১২ মে রাতে রাষ্ট্রপতির অনুমোদনের পর ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ জারি করা হয়।

প্রেস সচিব বলেন, ‘এই যে দুইটি বিভাগ করা হল এনবিআরের। এই দুই বিভাগের যারা প্রধান হবেন, তাদেরকে নেওয়া হবে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে। তাদের সক্ষমতা বিচার করে যেকোনো ক্যাডার থেকে তাদের নেওয়া হবে।’

প্রেস উইং জানিয়েছে, সংশোধিত অধ্যাদেশে পূর্বে জারিকৃত অধ্যাদেশের ১১টি ধারায় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দুটির সচিবসহ অন্যান্য পদসমূহে কোন সুনির্দিষ্ট ক্যাডারের কর্মকর্তার পরিবর্তে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মকর্তাদের পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Link copied!