ঈদের ছুটি শেষে কর্মস্থলে মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২২, ০৮:৪২ এএম

ঈদের ছুটি শেষে কর্মস্থলে মানুষ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের ছুটি শেষ হয়েছে গতকাল সোমবার। আজ থেকে সারাদেশের সরকারী-বেসরকারী অফিস-ব্যাংক-বীমা ও শেয়ারবাজার খুলেছে। রবিবার দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে অফিসে যোগ দিয়েছেন কর্মজীবীরা। 

আগেও দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না। আর তাই কর্মক্ষেত্রে যোগ দিতে ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ফিরছেন মানুষ।  

Link copied!