মোটরসাইকেল ব্যবহারকারীদের যে সব শর্ত দেওয়া হয়েছে সেসব শর্ত মেনে চললে ঈদ-পরবর্তী সময়েও পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু রাখা হবে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন।
বুধবার (১৯ এপ্রিল) পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পদ্মা সেতু উত্তর টোল প্লাজা এলাকা পরিদর্শন করেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ করে সেতু সচিব বলেন, “ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন ও টোল বুথ করা হয়েছে। তবে চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে সেখানেও টোল দিতে পারবে। এ ছাড়া নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে চালকদের প্রয়োজনীয় শর্ত দেওয়া হয়েছে।”
মো. মনজুর হোসেন আরও বলেন, “অন্যান্য যানবাহনের মতো মোটরসাইকেলেরও গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটার রাখা হয়েছে। যে সকল শর্ত দেওয়া হয়েছে সেসব শর্ত মেনে চললে ঈদ-পরবর্তী সময়েও পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু রাখা হবে।”
প্রসঙ্গত, পদ্মা সেতু চালুর পর দুর্ঘটনাজনিত কারণে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দীর্ঘ ৯ মাস ২৪ দিন পর ওই নিষেধাজ্ঞা উঠছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করার পরদিন থেকেই সেতুতে যান চলাচল শুরু হয়। তবে ওই দিন সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হওয়ার ঘঠনায় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।