জুলাই ১৪, ২০২২, ০৮:৫৬ এএম
কুমিল্লার হোমনা উপজেলার কোনাবাড়ি ঘাট থেকে নরসিংদী সদরের শেখ হাসিনা সেতু এলাকা পর্যন্ত ২০০ কিলোমিটার ১৩ ঘণ্টা নদী সাঁতরে পার হয়েছেন নরসিংদী সদর উপজেলার আলোকবালীর বকুল সিদ্দিকী। জিতেছেন এক লাখ টাকা পুরস্কার।
বুধবার ভোর সাড়ে ৪টায় মেঘনা নদীর কুমিল্লার হোমনার কোনাবাড়ি ঘাট থেকে সাঁতার শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী শহরের নাগরিয়াকান্দী এলাকার শেখ হাসিনা সেতুতে এসে পৌঁছান তিনি।
হোমনার কোনাবাড়ি ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হয়ে নরসিংদী শহরের নাগরিয়াকান্দী এলাকার শেখ হাসিনা সেতু পর্যন্ত দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। বকুল সিদ্দিকীর দাবি, ১৩ ঘণ্টায় তিনি সাঁতরেছেন ২০০ কিলোমিটার উত্তাল মেঘনা।
সাঁতারের সময় তার সঙ্গে ১০ জন ভলান্টিয়ার স্পিডবোটে করে নদীপথে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। দীর্ঘ এই নদীপথ পাড়ি দিয়ে নরসিংদী ঘাটে এসে পৌঁছালে তাকে ফুল, ক্রেস্ট ও টাকার মালা দিয়ে সংবর্ধনা দেন স্থানীয়রা।
সাঁতারু বকুল সিদ্দিকী পেশায় একজন পল্লিচিকিৎসক। ছোটবেলা থেকেই কমবেশি সাঁতার কাটেন বকুল সিদ্দিকী। তবে সাঁতারু হওয়ার নেশাটা তাঁকে পেয়ে বসে ১৯৯৫ সালে। ওই সময় তিনি থাইল্যান্ড সীমান্ত থেকে মালয়েশিয়া পর্যন্ত সাঁতার কাটেন। সমুদ্রপথে ওই সাঁতার ছিল প্রায় ১৮ কিলোমিটারের। সেই থেকে তিনি নিয়মিত সাঁতারে যুক্ত আছেন।
সাঁতার শেষে বকুল সিদ্দিকী বলেন, “এখন পর্যন্ত নদীপথে টানা ৪৮ ঘণ্টা সাঁতার কাটার রেকর্ড আছে। আমার স্বপ্ন ওই রেকর্ড ভেঙে গিনেস বুকে নাম লেখানো। এ জন্য প্রস্তুতির অংশ হিসেবে আমি ঘোষণা দিয়ে নদীপথে সাঁতার কাটি। ভবিষ্যতে নরসিংদী থেকে নদীপথে সাঁতার কেটে রাজধানী ঢাকায় যাওয়ার ইচ্ছা আছে।”
আগামী সপ্তাহে আয়োজন করে তাঁর হাতে পুরস্কারের এক লাখ টাকা তুলে দেওয়ার ঘোষণা দেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া।