ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১১:২১ পিএম
তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে মানুষ। ২২ হাজারেরও অধিক মৃতদেহ উদ্ধার হয়েছে এখন পর্যন্ত। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। উদ্ধার কার্যক্রমে সাহায্য করতে বাংলাদেশ থেকে যাওয়া সম্মিলিত উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। তারা আদিয়ামান শহরে ১৭ বছরের এক বালিকাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর সাথে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে তারা।
এর আগে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল, সেনাবাহিনীর উদ্ধারকারী দলসহ মোট ৬১ জনের একটি দল তুরস্কের আদানা এয়ারপোর্টে পৌঁছায়। সেখান থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত আদিয়ামানে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয় দলটি।
স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।
তুরস্কে এর আগে ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।