কক্সবাজারের আবাসিক হোটেল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৬:৩৮ পিএম

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের ‘সি আলিফ’ হোটেল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে তিন ছেলেসহ স্বামীর সাথে ‘সি আলিফ’ আবাসিক হোটেলে রুম ভাড়া নেন সুমা দে। কক্সবাজার শহরে কয়েক দিন ঘুরে বেড়ান তারা। শুক্রবার সকালেও তারা সবাই হাসিমুখেই ছিলেন। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখেন মা ও মেয়ের মরদেহ পড়ে আছে। পরে ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানায় হোটেল কর্তৃপক্ষ। 

পুলিশ ধারণা করছে, মা-মেয়েকে হত্যা করে কোনো একসময় পালিয়ে গেছে ঘাতক স্বামী দুলাল বিশ্বাস।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার পর দুই ছেলে নিয়ে স্বামী লাপাত্তা। এ ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে।

নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা।

Link copied!