মার্চ ২৬, ২০২৩, ১২:৩৩ এএম
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর ‘নৃশংস কর্মকাণ্ড’কে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘শুধুমাত্র একটু ভালো জীবনযাপন করতে চেয়েছিল বলে ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণকে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার শিকার হতে হয়েছিল।’
তিনি আর লেখেন, ‘পশ্চিম পাকিস্তানি শাসকদের সমান হিসেবে স্বীকৃতি পাওয়ার সংবাদ বাঙালিরা শুনতে চেয়েছিল। এর পরিবর্তে, তাদের ঘুমের মধ্যে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল।’
‘মার্চের ২৫ তারিখে, ইয়াহিয়া খানের আজ্ঞাবহ টিক্কা খান ‘অপারেশন সার্চলাইট’ শুরু করার জন্য ডেথ স্কোয়াডগুলোকে সচল করেছিল। একরাতের মধ্যে তারা ৭০০০ বাঙালিকে হত্যা করেছিল।’
‘সেদিন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত পাকিস্তানি সৈন্যরা ২ লাখেরও বেশি নারীর সম্ভ্রমহানি আর ৩ মিলিয়নেরও বেশি মানুষকে হত্যা করেছিল। এই ব্যাপক গণহত্যার কারণে ৩০ থেকে ৪০ মিলিয়ন বাঙালি গৃহহারা হয়েছিল। ১০ মিলিয়নেরও বেশি ভারতের শরণার্থী হতে বাধ্য হয়েছিল।’
১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা চালায়। স্বাধীনতার ৪৬ বছর পর জাতীয় সংসদে সিদ্ধান্ত নিয়ে ২০১৮ সাল থেকে জাতীয়ভাবে দেশে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হচ্ছে।
ইতিহাসের অন্যতম বৃহত্তম গণহত্যা হলেও জাতিসংঘে বা আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক কোনো দলিলে এর স্বীকৃতি এখনো নেই। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে কিছু উদ্যোগ নেওয়া হলেও পরে আর তার ধারাবাহিকতা অনুসরণ করা হয়নি।
এদিকে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান।