ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৫:২৭ পিএম
মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার এবং জাতীয় চার নেতা হত্যা মামলার আসামি এম খায়রুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় বুধবার মালয়েশিয়ার হাইকোর্ট তাকে মুক্তির আদেশ দেন। মালয়েশিয়ায় অবস্থানরত এম খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জামিনের পর সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান (৭০) মালয়েশিয়ার আদালত, আইনজীবী ও মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ সরকারের মিথ্যা অভিযোগে তিনি বিব্রত হয়েছেন বলেও মন্তব্য করেন সাবেক এ সেনা কর্মকর্তা। মুক্তির পর যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাবেন বলেও তিনি জানান।
এম খায়রুজ্জামানের আইনজীবী নিও চো ইং বলেন, কোনো শর্ত ছাড়াই তাকে মুক্তি দেয়া হয়েছে। এখন তিনি সম্পূর্ণ মুক্ত মানুষ। বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় তার মুক্তির বিষয়টি নিশ্চিত হয় বলেও জানান এ আইনজীবী।
প্রসঙ্গত, মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গত ৯ ফেব্রুয়ারি দেশটির আম্পান এলাকা থেকে গ্রেপ্তার করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডের পর পরররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হন এম খায়রুজ্জামান। এরপর তিনি মিশর ও ফিলিপাইনে বাংলাদেশ মিশনে নিযুক্ত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠিয়ে গ্রেপ্তার করে। তবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালে তিনি জামিনে মুক্তি পান। ২০০৫ সালে তিনি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন। ২০০৭ সালে তাকে মালয়েশিয়ায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার চাকরি বাতিল করে তাকে দেশে ফিরে আসতে বলা হয়। তবে, তিনি দেশে না ফিরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন।