জয় পেতে মোনাজাতে হিরো আলম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৭:৫৬ পিএম

জয় পেতে মোনাজাতে হিরো আলম

দেশে ৬ আসনে চলছে উপ-নির্বাচন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘একতারা’ প্রতীক ‍নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন হিরো আলম।

ভোট দিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হলে আমি দুই আসনেই বিপুল ভোটে জয়লাভ করব। এখন পর্যন্ত সব পরিবেশ ভালো আছে। তবে সদরের এক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ভোটারদের কাছে অনুরোধ সবাই এসে ভোট দেবেন।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোনাজতরত এক ছবি পোস্ট করে হিরো আলম লিখেছেন, ‘হে আল্লাহ, সারা বাংলাদেশের মানুষ আজ তোমার রায়ের অপেক্ষায় আছে, তাই সবার দোয়া তুমি কবুল করো-আমিন।’

বগুড়া-৪ আসনের ভোটের মাঠের লড়াইয়ে আছে ৯ জন আর বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ১১ জন।

দলীয় সিদ্ধান্তে এই দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হিরো আলম। সেবার প্রচার-প্রচারণা চালাতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন আলম।

Link copied!