ডিএসএ পাকাপোক্ত করতে সরকার নতুন নীতিমালা করছে: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২২, ০৬:২১ পিএম

ডিএসএ পাকাপোক্ত করতে সরকার নতুন নীতিমালা করছে: ফখরুল

ডিজিটাল সিকিউরিট অ্যাক্টকে(ডিএসএ) পাকাপোক্ত করতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ ও ওটিটি কনটেন্ট নিয়ন্ত্রণে আরও দুটি নুতন আইনের খসড়া করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে  আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “নতুন নীতিমালা কার্যকর হলে দেশি-বিদেশি অনলাইনগুলোও মত প্রকাশের স্বাধীনতাও খর্ব হবে।” আওয়ামী লীগ তার অপকর্ম আড়াল করতে এমন উদ্যোগ নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “ডিজিটাল সিকিউরিট অ্যাক্টের মাধ্যমে দেশের মানুষের ও গণমাধ্যমের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিলো। এখন অবশিষ্টটুকু কেড়ে নিতে নতুন নীতিমালা করছে সরকার।”

মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার যে পরিমাণ ইতিহাস বিকৃতি করেছে সেই বিষয়ে কথা না বলার জন্যও তারা এই নীতিমালা ব্যবহার করবে বলেও অভিযোগ করেন তিনি।

সরকার পরিচালনায় থাকা আমলা মন্ত্রীরা যদি দুর্নীতি করেন তাহলে সেগুলো মিডিয়া বা সামাজিক মাধ্যমে যেন প্রচার করা না হয় সেটার রক্ষাকবচ হিসেবে ও বিটিআরসির এই নীতিমালা ব্যবহার করা যাবে বলে উল্লেখ করেন বিএনপির অন্যতম প্রধান এই শীর্ষ নেতা।

Link copied!