দুই সন্তানকে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন মা, বাসের ধাক্কায় প্রাণ গেল সবার

নিজস্ব প্রতিবেদক

জুন ২, ২০২৩, ০৯:৫৪ এএম

দুই সন্তানকে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন মা, বাসের ধাক্কায় প্রাণ গেল সবার

চট্টগ্রামের আনোয়ারায় বাসের সঙ্গে অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সুমাইয়া (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—শাহিনুর আক্তার (৩৫) এবং তাঁর দুই সন্তান মো. মানিক ও মো. মিরাজ। মানিক অনার্সে পড়তেন। মিরাজ সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছিল। শাহিনুর পটিয়া উপজেলার জিরি গ্রামের শফিউল আলমের স্ত্রী।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং থেকে নিহত কহিনুর তিন ছেলেমেয়ে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চাতরি চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। এসময় ডাকপাড়া ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই কহিনুর আকতার নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কহিনুরের দুই ছেলে মিরাজ, মানিক ও শিশু সুমাইয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মিরাজ ও মানিককে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মুহাম্মদ হাছান বলেন, ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। চমেক হাসপাতালে তাঁর দুই ছেলেও মারা গেছেন বলে তাঁদের পরিবার নিশ্চিত করেছে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।

Link copied!