পরিবেশ-প্রতিবেশের প্রতি লক্ষ্য রেখেই পদক্ষেপ নিচ্ছি: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৪:১৭ পিএম

পরিবেশ-প্রতিবেশের প্রতি লক্ষ্য রেখেই পদক্ষেপ নিচ্ছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পরিবেশ রক্ষা করাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ জলবায়ু ঝুঁকির মধ্যে আমাদের বসবাস। শিল্প-কারখানাগুলো যাতে পরিবেশবান্ধব হয় তার ব্যবস্থা নিচ্ছি। পরিবেশ-প্রতিবেশের প্রতি লক্ষ্য রেখেই প্রতিটি পদক্ষেপ নিচ্ছি।”

বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয় কর্তৃক সমাপ্ত চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা এদেশ স্বাধীন করেছেন। দারিদ্র বিমোচন, মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে আমরা আমাদের লক্ষ্য স্থির করেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। আর ডেল্টা প্লান ২১০০ আমরা প্রণয়ন করেছি। যার ফলে বাংলাদেশে জলবায়ু অভিঘাত থেকে রক্ষা পাবে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত সুন্দর জীবন পায় তা নিশ্চিত করবে।”

শেখ হাসিনা বলেন, “আমরা ১০০টা শিল্পাঞ্চল গড়ে তুলছি। আমাদের সামনে আরও অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। ২০১৪ সালে ঘোড়াশাল এবং পলাশ দুটি পুরাতন ইউরিয়া সার কারখানার স্থলে একটি উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শক্তিসাশ্রয়ী এবং পরিবেশবান্ধব নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ নিই। নতুন এই সার কারখানায় দৈনিক ২৮০০ মেট্রিক টন করে বছরে ১০ লাখ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড থেকে ১০ শতাংশ উৎপাদন বৃদ্ধি করা হবে।”

Link copied!