পর্যটন হোটেল-মোটেলে আজ ৩০ ভাগ ছাড়

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৯:৫৭ এএম

পর্যটন হোটেল-মোটেলে আজ ৩০ ভাগ ছাড়

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করছে। প্রতি বছরের মতো এবারেও দিবসটি পালনে পর্যটন করপোরেশন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ভ্রমণপিপাসুদের জন্যে দেশের পর্যটন হোটেল-মোটেলগুলোতে একদিনের জন্য ৩০ শতাংশ ছাড় ঘোষণা করেছে পর্যটন করপোরেশন।

‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ প্রতিপাদ্যে বিশ্বের বিভিন্ন দেশ দিবসটি পালন করছে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য।১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা।  

তবে করোনা মহামারির কারণে অনেক দিন পর্যটন স্পট ও এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখতে হয়েছিল। যার কারণে এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারেনি পর্যটন শিল্প। গতবছর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হলেও এবারের পর্যটন দিবসের কর্মসূচি উন্মুক্ত স্থানে হবে।

পর্যটন দিবস উপলক্ষ্যে কর্মসূচি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২৭ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে পর্যটন ভবনের সামনে থেকে যাত্রা শুরু করবে ঘোড়ার গাড়ির র‍্যালি। রাজধানীর বিভিন্ন পর্যটন স্পট পরিভ্রমণ করে পর্যটন বিষয়ক প্রচারণা পরিচালনার পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হবে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গণমাধ্যমে বলেন, বাদ্যযন্ত্রসহ ২০টি সুসজ্জিত রিকশার একটি র‍্যালি গুলশান-বারিধারা কূটনৈতিক এলাকায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রচারণা চালাবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালটি ম্যানেজমেন্ট বিভাগসহ দেশের অন্যান্য পর্যটন অংশীজনরা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। পর্যটন নগরী কক্সবাজার ও কুয়াকাটায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছাড়াও দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে।

Link copied!