বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্তে ‘জাতীয় অনুসন্ধান কমিশন’ কেন নয়, জানতে চেয়েছেন হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ০৮:০২ পিএম

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্তে ‘জাতীয় অনুসন্ধান কমিশন’ কেন নয়, জানতে চেয়েছেন হাইকোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার পেছনের ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ‘জাতীয় অনুসন্ধান কমিশন’ গঠনের কেন দেওয়া হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

কমিশন গঠনের নির্দেশনা চেয়ে দুই বছর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাসের দায়ের করা এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থ সচিবকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল আলিম জুয়েল। সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবীঅ্যাডভোকেট সুবীর নন্দী দাস, অ্যাডভোকেট আশফাকুজ্জোহা, অ্যাডভোকেট আসালাম মিয়া ও অ্যাডভোকেটমো. মিনহাদুজ্জামান লিটন।

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়ক, রাজনীতিকদের হত্যাকাণ্ড, অন্তর্ধান নিয়ে কমিশন গঠনের উদাহরণ তুলে ধরে ২০২১ সালের ২৫ অক্টোবর সুপ্রিমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে রিট দায়ের করেন আইনজীবী মো. আসফাকোজ্জোহা।

গত বছরের ১৪ আগস্ট রিটটি শুনানির জন্য উঠলে কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত শুনানি মুলতবি রাখেন। পরে কয়েক দফা সময় নিয়েও  কমিশন গঠনের বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ, অগ্রগতি জানাতে পারেনি রাষ্ট্রপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে সোমবার শুনানিতে উঠে রিটটি।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল আলিম মিয়া জুয়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আওলাদ হোসেন।

রিট আবেদনকারী আইনজীবী সুবীর নন্দী দাস গণমাধ্যমকে বলেন, “রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময় নিয়েও কমিশন গঠনের বিষয়ে কোনো অগ্রগতি জানাতে পারেনি। আজ শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে, কমিশন গঠনের বিষয়ে সরকারের উদ্যোগ আছে, অচিরেই করে ফেলবে। তখন আদালত বলেছেন, ঠিক আছে আমরা রুল দিচ্ছি, সরকার কমিশন গঠন করে আদেশ বাস্তবায়নের প্রতিবেদন দিলেই হবে। এরপর আদালত রুল জারি করেন।

Link copied!