বছরের শেষদিনে পিটিয়ে বৃদ্ধের জীবন শেষ করলো যুবক

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ১০:৪৮ এএম

বছরের শেষদিনে পিটিয়ে বৃদ্ধের জীবন শেষ করলো যুবক

বাকীতে পণ্য না দেওয়ায় এক বৃদ্ধ দোকানীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাগেরহাটে এই ঘটনা ঘটেছে। বাগেরহাটের খান জাহান আলীর মাজার শরীফের ফটকের পাশে মল্লিক দেলোয়ার হোসেন (৫৫) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে। 

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে হুমায়ূন কবির (২৫) নামে এক যুবক দোকানে ঢুকে দেলোয়ারকে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’ করেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। 

বাগেরহাট জেলা ‍পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, “দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা হুমায়ূন কবিরকে আটক করেছি।” 

তিনি আরও বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। রাতেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মূল হত্যাকারীকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Link copied!