মার্চ ২৭, ২০২১, ০৩:০৩ পিএম
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জনগণের সমবেত হওয়ার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করার দাবি জানিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঘটা সংঘর্ষে আন্দোলনরতদের হতাহত হওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সংগঠনটি এক বিবৃতি প্রকাশ করার মাধ্যমে এ দাবি জানায়।
প্রকাশিত বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মোহাম্মেদ জাকারিয়া বলেছেন, "চট্টগ্রাম ও ঢাকার সহিংসতার দৃশ্য বাংলাদেশের কর্তৃপক্ষের আচরণের একটি পরিচিত রূপ। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার হামলার শিকার হয়েছে বিশেষ করে এই করোনা মহামারির সময়ে।"
"আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার ও সংবিধানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আছে। কর্তৃপক্ষকে অবশ্যই এগুলোকে সম্মান করতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা ও বেআইনি শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে হবে"।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া তথ্যমতে শুক্রবার নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরবিরোধী বিক্ষোভে চট্টগ্রামে ও ব্রাহ্মণবাড়িয়ায় হওয়া সংঘর্ষে চট্টগ্রামে চার জন ও ব্রাহ্মণবাড়িয়ায় এক জনের মৃত্যু হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি অনুযায়ী সংঘর্ষগুলোতে একশোরও বেশি মানুষ আহত হয়েছে।
এছাড়াও সংগঠনটি দাবি করেছে, এর আগে বিভিন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় প্রচুর মানুষের হতাহতের ঘটনা ঘটেছে।
এর আগে গত বছর ডিসেম্বরে ঢাকার পুলিশ কর্তৃপক্ষ অনুমতি ছাড়া সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো।
এর প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজ বিক্ষোভ এবং আগামীকাল হরতাল পালন করবে বলে জানিয়েছে।
সূত্রঃ বিবিসি বাংলা