বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু ৩ সেপ্টেম্বর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২১, ০৮:৪৬ এএম

বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু ৩ সেপ্টেম্বর

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও আগামী ৩ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে। সম্প্রতি উভয় দেশের করোনা পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় দিল্লিকে ফের আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দেয় ঢাকা। এ প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে সম্মতি দেয় নরেন্দ্র মোদি সরকার।

শনিবার (২৮ আগস্ট) ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীদের ওই তারিখ থেকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা যাত্রীরা অনুমতি পাবে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে সাতটি ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে স্পাইস জেট তিনটি, এয়ার ইন্ডিয়া দুটি ও ইন্ডিগোর দুটি ফ্লাইট চালুর প্রস্তাব রয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশেরও সাতটি ফ্লাইট চলবে। বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর আগে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুর কথা জানিয়েছিলেন। ওই সময় চালু না হলেও দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে যোগাযোগ শুরুর জন্য আলোচনা অব্যাহত থাকে।  

করোনাভাইরাসের কারণে ভারতের সঙ্গে আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত আছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করে এবং স্বাস্থ্যবিধি মেনে ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

গত এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বাংলাদেশ-ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়। গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট ফের শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

 

Link copied!