জানুয়ারি ২২, ২০২৩, ০৪:৩২ পিএম
বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্কে ৫০ বছরে নিজেদের অনেক উন্নয়ন করেছে। সকল সূচকে উন্নয়নের পাশাপাশি বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণে তা সম্ভব হয়েছে বলে জানায় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।
রবিবার (২২ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘‘বাংলাদেশ ও বিশ্বব্যাংকের একসাথে চলা’’ শীর্ষক এক কনফারেন্সে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭২ সালের ৫০ কোটি ডলার থেকে ৫০০ কোটি ডলার রপ্তানির ঘরে পৌঁছেছে বাংলাদেশ। আর এই উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশেষ ৩টি খাতে জোর দেওয়ায় এটি সম্ভব হয়েছে।
১. নারী ও শিশু উন্নয়ন,
২. ব্যক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি ও
৩. জলবায়ু উন্নয়ন।
এছাড়া তিনি সরকারের জবাবদিহিতার পাশাপাশি অর্থনৈতিক খাতের সংস্কারের কথা বলেছেন।
মেগা প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংককে অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে এলডিসি উত্তরণে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় করতেও বিশ্বব্যাংককে আহ্বান জানানো হয়।
বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশের অভীষ্ঠে পৌঁছাতে বিশ্বব্যাংকের পাশে থাকাতে অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী।
বিস্তারিত আসছে..